সর্ব স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে বাধ্যতামূলকভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোরের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মারুফুর রহমান শেখ ও সদস্য সচিব মনিরুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধন থেকে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ খোলা, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা প্রশিক্ষণ ইন সার্ভিস প্রশিক্ষণ এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রশিক্ষণে ইসলাম ও নৈতিক শিক্ষার প্রবর্তন, মসজিদ ভিত্তিক মক্তবে আরবি ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং মাদকাসক্ত, যৌননিপীড়ন প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে প্রাপ্তবয়স্ক নাগরিকদের শিক্ষা ও প্রশিক্ষণে ইসলাম ও নৈতিক শিক্ষার প্রবর্তনের দাবি জানানো হয়।
আমার বার্তা/এল/এমই