ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্দোলনকারীর মৃত্যু
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে স্থানান্তর করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদ করতে গিয়ে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধের সময় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রখর রোদের তাপে হিটস্ট্রোকে তিনি মারা যান বলে জানা গেছে।
হাবিবুর রহমান হাবিব ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
হাবিবুর রহমানের স্বজন আবু সাঈদ জানান, প্রচণ্ড গরমে হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের উপজেলা হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় আমাদের পুলিশের গাড়িও মুভ করতে ঝামেলা হচ্ছে। তবে শান্তিপূর্ণ অবরোধ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আমার বার্তা/এল/এমই