কসবার বায়েকে ঝুঁকিপূর্ণ মঠের ইট ধসে প্রাণহানি ঘটলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১ | অনলাইন সংস্করণ

  মোঃ জমসিদ মিয়া ,কসবা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

২ বছর আগে কসবার বায়েকে ঝুঁকিপূর্ণ মঠের ইট ধসে প্রাণহানি ঘটলেও এখনো পর‌্যন্ত  নেয়া হয়নি কোন ব্যবস্থা; এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের । 

স্থানীয় সূত্রে জানা যায়, বায়েক ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী আবু তাহেরের বাড়ির পাশে প্রায় ৪০০ বছর আগে নির্মিত একটি পুরাতন মঠ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। গত ০২/০৫/২০২৩ ইং তারিখে ওই মঠের ইট ধসে পড়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিনের বাবা, মোহাম্মদ হিরন মিয়া গুরুতর আহত হন। দ্রুত তাকে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, মঠটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন “একটি পরিত্যক্ত মঠের কারণে আজ একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো। এটা অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের উচিত দ্রুত মঠটি অপসারণ করা।”

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিগগিরই উপজেলা নির্বাহী অফিসার  মোঃ সামিউল ইসলাম  কাছে একটি দরখাস্ত প্রদান করবেন ঝুঁকিপূর্ণ পুরাতন মঠটি দ্রুত অপসারণের জন্য। এখন এলাকাবাসী অপেক্ষায় রয়েছে প্রশাসনের দ্রুত পদক্ষেপের।

ঝুঁকিপূর্ণ মঠটি দ্রুত অপসারণ করা হোক, যাতে আর কোনো নিরীহ মানুষের প্রাণ ঝরে না যায় এমনটিই প্রত্যাশা সাধারন মানুষের।