সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সেই যুবকের মরদেহ ফেরত

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবক আব্দুর রহমানের মরদেহ বাংলাদেশে এসেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ওই যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

গত শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে সর্বশেষ পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। তবে বৈঠক শেষে বিএসএফ জানায়, নিহত যুবক আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে তারা। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ দিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন। গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ মরদেহ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা নিহতের পরিবারের হস্তান্তর করা হয়।

আমার বার্তা/এল/এমই