ট্রেনের দরজায় বসে ছিলেন যাত্রী, থেঁতলে গেল পা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেনে পা ঝুলিয়ে বসায় দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় একযাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি।’
তিনি আরও বলেন, ‘আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।’
আমার বার্তা/এল/এমই