খুলনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মাসুদ গ্রেপ্তার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খুলনায় স্ত্রী চাঁদনীকে হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি বিশেষ দল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাসুদ মোল্লা খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকার মুন্নাফ মোল্লার ছেলে।
মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৬ আগস্ট রাতে স্ত্রী চাঁদনীকে নৃশংসভাবে মারধর করে হত্যা করে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে মাসুদকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, দেশে সংঘটিত বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের ধরতে সংস্থাটি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁদনী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই