দিনাজপুর ছাত্রশিবির সংবর্ধনা দিল ৫শ’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৬:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। ২০২৫ সালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৫শ জন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সোয়াইবুর রহমান।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মশিউর রহমান, হাবিপ্রবির ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক, শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান, সেক্রেটারি মাসুদ রানা প্রমূখ।
আমার বার্তা/এল/এমই