চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৪:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট টাইগার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৪৫) আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করতেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুরে একটি ট্রাক পশুরহাট থেকে টাইগার মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তিনি আরও বলেন, ‘ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আমার বার্তা/এল/এমই