হারানো মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩০ | অনলাইন সংস্করণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে হারানো ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এসব মোবাইল ও ফেইসবুক অ্যাকাউন্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ও আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলোর থানাভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপঃসদর থানা: ৩টি,ইন্দুরকানী থানা: ৫টি,ভান্ডারিয়া থানা: ৩টি,মঠবাড়ীয়া থানা: ৩টি ও নাজিরপুর থানা: ৬টি
হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বকুল বেগম, সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রতন কুমার রায় ও নাজিরপুর উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল হালিম বলেন, “পুলিশ সুপার একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা। আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন সবসময় আমাদের পাশে থাকেন এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে পারেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ (অপরাধ) মোঃ আখতার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, “জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আমার বার্তা/জেএইচ