কর্নেল আজাদের সহযোগিতায় সফল অপারেশন, সুস্থতার পথে ফুটবলার রাহাত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  সাইফুল ইসলাম, মধুপুর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

টাঙ্গাইলের মধুপুরে কর্নেল আজাদের সহযোগিতায় ফুটবলার রাহাতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন সুস্থতার পথে তিনি।

ফুটবল খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে ফুটবলার রাহাতের জীবন সংকটাপন্ন হয়ে যায়, বাঁচা-মরার সন্ধিক্ষণে তিনি। এমন সময়ে তাঁর পাশে দাঁড়ান মানবতার ফেরিওয়ালা লে. কর্নেল অবঃ মোঃ আসাদুল ইসলাম আজাদ।  

‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ফকির বাড়ি মোর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর খেলায় ফুটবলার রাহাত  আহত হন এবং তার পা ভেঙে যায়। জরুরিভিত্তিতে তার অপারেশন করাতে হবে, কিন্তু  তার দরিদ্র পরিবারের পক্ষে এতো খরচ বহন করা সম্ভব নয়। 
‎এসময় সব জায়গায় চেষ্টা করেও ব্যর্থ হয়ে তার পরিবার কর্নেল আজাদের শরণাপন্ন হন।

‎ততৎক্ষণাৎ কর্নেল আজাদ তার চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নেন। এরপর ময়মনসিংহ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থতার পথে রাহাত।

‎রাহাতের পরিবার ও স্থানীয়রা কর্নেল আজাদের মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।