চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  তৌফিক আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো: রাকিব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা  মাকসুদ আহাম্মদ।

আলোচনা সভা শেষে উপজেলার মৎস্যজীবী ও সুবিধাভোগীদের মধ্যে তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।