ড্রাগন বাগানে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৯:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন ওই বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে এবং তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পরিবার সূত্র জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। রাতভর চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে।
রোববার সকালে স্থানীয়রা ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন ড্রাগন বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার অটোরিকশা ও মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আমার বার্তা/এল/এমই