দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ

  হাকিমপুর উপজেলা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

আজ রবিবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে একটি পেঁয়াজ বোঝায় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।দেশের বাজারে পেঁয়াজের দামকে স্থিতিশীল রাখতে দীর্ঘ পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।প্রতিষ্ঠানগুলো হল সততা বাণিজ্যালয়,নাসাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশচন্দ্র রায়,  মোট এই পাঁচটি প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। 

আজকে ভারতীয় ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। জগদীশচন্দ্র রায় নামে একটি প্রতিষ্ঠান এই পেঁয়াজগুলো আমদানি করেছে। 
কাস্টমস সূত্রে জানা যায়, সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ এ বন্দর দিয়ে পেয়াজ আমদানি হয়েছিল। আজ আবারও ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি মধ্য দিয়ে আমদানি শুরু হল।