গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৮:০৮ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের গাছা কমলেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের হেফাজত থেকে এক লাখ ৫৫ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - নরসিংদীর শামীম (৩৫), একই জেলার মো. মোশরাফ (৪২), শরিয়তপুরের জাহিদুল ইসলাম মানিক (২০), রংপুরের মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), ঢাকার আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) ও শাহদাত হোসেন শীতল (১৯)।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান।
তিনি বলেন, গত ১০ আগস্ট রাত সোয়া ৩টায় গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া সরণি স্কুল রোডে একটি বাড়িতে ১১-১২ জন ডাকাত হানা দেয়। এ সময় তারা নগদ দুই লাখ টাকা, চারটি হাতঘড়ি, ছয়টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তি ও ব্যাপক অভিযান পরিচালনা করে ডাকাতির সঙ্গে জড়িত দুই ডাকাতকে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার দক্ষিণখান এলাকা থেকে অপর চারজনকে আটক করা হয়। এ সময় ডাকাতদের হেফাজত থেকে এক লাখ ৫৫ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আমার বার্তা/এমই