আলফাডাঙ্গায় তিন মাদক সেবনকারিকে ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
রাজু আহমেদ ,আলফাডাঙ্গা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বাকাইল নগরকান্দা গ্রামে তিন যুবককে মাদকসহ সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। ৭ আগষ্ট( বৃহস্পতিবার) দুপুরে ১ টার দিকে বাকাইল গ্রামে আব্দুর রাজ্জাক এর বাড়ি হতে মাদক সম্রাট রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), মো. সৈয়দ আলির ছেলে মো. জনি (২৮), আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাসিবুল খান (৩৬) সহ তিন যুবককে মাদকসহ সেবনরত অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান আটক করে।
অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের নের্তৃত্বে অভিযান চালিয়ে আটকের পর অপরাধীগনগণ তাদের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে করবেন না মর্মে অঙ্গীকার করেন।
দোষীদের স্বীকারোক্তি ভিত্তিতে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্হানীরা অভিযোগ করে বলেন,উপজেলা মাদক সম্রাট নামে খ্যাত ও ৬-৭ টি মামলা আসামি রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে,বর্তমানে মাদক মামলায় জেল হাজতে আছেন এবং তার ছেলে রজত ঘোষ বাবার সাথে মাদক ব্যবসা পরিচালনা ও সেবন করে আচ্ছে। ও এলাকার যুবক ছেলেদের সাথে মিশে পরিবেশ নষ্ট করছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, গ্রামবাসির উপস্থিতিতে ঐ তিন জন নিজের দোষ স্বীকার উক্তিতে জেল দেওয়া হয়েছে। জনস্বার্থে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।