মুলাদীতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে মৎস্যজীবী দল

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২১:৫৫ | অনলাইন সংস্করণ

  মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুলাদীতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে মৎস্যজীবী দল। গত বুধবার (০৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুলাদী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান। এতে অংশ নিতে শতশত নেতাকর্মী নিয়ে অংশ নেয় মুলাদী উপজেলা ও পৌর মৎস্যজীবী দল। মিছিলটি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, আলতাফ হোসেন মাল, ফরিদ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক জানে আলম খান, পৌর সভাপতি ইব্রাহীমি মোল্লা, সহ-সভাপতি মোঃ ফালান খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক জাকির খান, দপ্তর সম্পাদক তানভির খান।

এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: ৭নং ওয়ার্ড সভাপতি রতন বেপারী, ৬নং ওয়ার্ড সভাপতি আবু বক্কার মীর, সাধারণ সম্পাদক দুলাল দর্জি, ৯নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মিলন, চরকালেখান সভাপতি মোস্তাফা খান, সিনিয়র সহ-সভাপতি জাহিদ আকন, সাধারণ সম্পাদক মেঝবাহ উদ্দিন খান, মুলাদী ইউনিয়ন সভাপতি নাহিদ হাওলাদার, সম্পাদক মিজান প্যাদা, সফিপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হাং, সিনিয়র সহ-সভাপতি সাইদুল বেপারী, সম্পাদক মিজান হাং, গাছুয়া ইউনিয়ন মৎস্যজীবী নেতা আরিফ খান, জামাল বেপারী, কাজিরচর ইউনিয়ন মৎস্যজীবী নেতা মো. রিয়াজ মাল, মো. জালাল, মো. মোস্তফাসহ প্রমুখ।

নারী নেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো মৎস্যজীবী মহিলা নেত্রী রানী বেগম, মোসাঃ লুনা, মোসাঃ আইরীন বেগম, আছমা বেগম, দিনারা বেগম, নাজমা বেগম, শিল্পি রানী, পারভীন বেগম, কহিনুর বেগম, আছিয়া বেগম, হাজেরা বেগম, খাদিজা বেগম, পৌর মহিলা নেত্রী মৌসুমী বেগম, মোসাঃ রাহেলা, মোসাঃ রানী বেগম, মোসাঃ ফাতেমা বেগম, রেখা বেগম প্রমুখ।

মিছিলে বক্তারা বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন, গণতন্ত্রের দমন ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলন আরও বেগবান করতে হবে।’


আমার বার্তা/এমই