কুমারখালীতে ছাত্র-অধিকার পরিষদের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০:৫১ | অনলাইন সংস্করণ

  ইসরাইল হোসাইন, (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুমারখালী:

ছবি : প্রতিনিধি

 কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্র-অধিকার পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির অংশ হিসেবে কুমারখালী শহরের রাস্তা, মোড় ও জনসমাগমস্থলগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালিত হয় এবং বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াস। এছাড়াও উপজেলা পর্যায়ের ছাত্র-অধিকার পরিষদের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শাকিল আহমেদ তিয়াস বলেন, "শুধু রাজনৈতিক আন্দোলন নয়, দেশের পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতেও আমাদের দায়িত্ব রয়েছে। ছাত্র-অধিকার পরিষদ সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করতে চায়।"

স্থানীয় জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, এসব কার্যক্রম সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও পরিবেশ রক্ষায় ছাত্র-অধিকার পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।