মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

  মাল্টিমিডিয়া প্রতিনিধি,মুন্সিগঞ্জ :

ছবি : প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে  জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির  বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার( ৫ আগষ্ট) সকালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়, লৌহজং উপজেলা বিএনপি'র প্রধান কার্যালয় থেকে লৌহজং থানা পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে - জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২(লৌহজং ও টংগিবাড়ী) গনমানুষের নেতা বিএনপি'র যুগ্ম মহাসচিব "এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ"। সভাপতিত্ব করেন আলহাজ্ব কোহিনুর শিকদার, ভারপ্রাপ্ত আহবায়ক, লৌহজং উপজেলা বিএনপি।

এছাড়া বিএনপি র‌্যালি ও সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন ।