চট্টগ্রামে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরের নাম মো. তাওসিফ। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল বলেন, মারা যাওয়া কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানেই তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আমার বার্তা/এল/এমই