নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ।
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক ও ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০ লক্ষ ৫০ হাজার পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং চালকদের মুচলেকা নিয়ে জব্দকৃত বাস ও ট্রাক ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।