শিশুদের জন্য চালু হচ্ছে ‘দ্রুত সার্জারি সেবা’

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’-এই স্লোগানকে সামনে রেখে হাসপাতালটি চালু করতে যাচ্ছে একটি নতুন ডে কেয়ার সার্জারি সেবা। যা শিশুদের জন্য দ্রুত অপারেশন ও চিকিৎসা নিশ্চিত করবে। আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি শুরু হবে।

চিকিৎসকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের বিভিন্ন ধরনের সার্জারি যেমন খৎনা, হার্নিয়া, হাইড্রোসিল, জন্মগত ত্রুটি সংশোধনসহ আরও অনেক চিকিৎসা সেবা দেওয়া হবে। বিশেষত, এটি শিশুদের জন্য হাসপাতালের চাপ কমাবে এবং তাদের চিকিৎসায় সময়নিষ্ঠতা নিশ্চিত করবে। প্রতি মাসের প্রথম সপ্তাহের রোববার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ও তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগের যোগাযোগের মাধ্যমে এই অপারেশন করা হবে। 

চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই রোগীর চাপ। বিশেষ করে শিশু সার্জারি ও সাধারণ সার্জারির রোগী বেশি। কিন্তু হাসপাতালের এই চাপ নেওয়ার মতো সামগ্রিক সক্ষমতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শিশুদের বিষয়টি চিন্তা করে শিশু সার্জারি বিভাগে সকালে অপারেশন, বিকেলে ছুটি শীর্ষক প্রতিপাদ্যে নতুন করে কাজ শুরু করা হচ্ছে। এর মাধ্যমে শিশু সার্জারি হওয়া রোগীদের ভোগান্তি কমবে। তারা দ্রুত চিকিৎসা পাবে।  


আমার বার্তা/এল/এমই