রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহী শহরের সপুরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে সপুরা গোরস্থানে দাফন করা হবে।

নিহত পাইলটের নানা আজিজুর রহমান জানান, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকার সেনানিবাসে। এরপর তৌকিরের মরদেহ হেলিকপ্টারে করে রাজশাহীতে নেওয়া হবে। বিকেলে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

পাইলট সাগরের মৃত্যুতে রাজশাহী নগরীতে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই তার বাসায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা গেছে। প্রিয়জনের এই অকাল বিদায়ে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনরা শোকে বিহ্বল। শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে।


আমার বার্তা/জেএইচ