মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করল কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

আজ রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের অসহায়, গরীব, দুঃস্থ মানুষের সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলাধীন নয়া-বাজার সংলগ্ন গজারিয়া প্রজেক্ট এলাকায় ৪ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। 

উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার, এএমসি ও মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবি/ জিয়া