কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। তাদের কেবল তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকালে কক্সবাজারের বিজয় স্মরণী সড়কে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জুলাইয়ে শহীদ ও আহতদের অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। তবু, আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের দায়িত্ব পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটি শুধু দিবস উদযাপনের জন্য নয়, বরং প্রতিদিন যেন এই স্তম্ভ সবাইকে জুলাই যোদ্ধাদের কথা মনে করিয়ে দেয়, সেই ভাবনাতেই এর নির্মাণ। এই স্তম্ভ যেন স্বজনহারা পরিবারগুলোর কাছে শ্রদ্ধা জানানোর স্থান হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
আমার বার্তা/এল/এমই