মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৭:০২ | অনলাইন সংস্করণ

  মুছা বিন নুর (মাল্টিমিডিয়া প্রতিনিধি) মেলান্দহ:

ছবি : প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল অ্যান্ড কলেজের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. এহছানুল হক মঞ্জু। ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি বাকিবিল্লাহর আর্থিক সহায়তায় এ মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম রেজা, ফ্রন্ট নিউজ সম্পাদক মেহেরুল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক হাজী আব্দুল আহাদ।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।