ধর্মপাশায় আব্দুল জলিল ফাউন্ডেশনের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  শাহ মনির হোসেন, ধর্মপাশা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জন নবীন হাফেজ, ১৬জন আলেমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ৫জন প্রতিবন্ধী ও ৩১জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সোমবার (৭জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ হল রুমে আব্দুল জলিল ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল। পরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আহবায়ক মাওলানা মোজাম্মেল হক তালুকদার এর সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার হোসেন আজাদীর সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম রহমত, সদস্য কাজি মাজহারুল হক, নেহাল উদ্দিন, জামালগঞ্জ উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক জুলফিকার রানা চৌধুরী প্রমুখ।

বক্তব্যে আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল বলেন আমি দেখেছি দারিদ্রতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর দেখেছি স্বপ্ন পুরন করতে পারেনা, তাদেত স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। তাই আমি আমার অর্থায়নে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্দ্যেগ নিয়েছি।