চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের বাকিলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, হক ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিউ চিটাগং বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য তৈরির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখযোগ্যভাবে, উভয় প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়, যেন দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, ভেজাল ও নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারিতে লিপ্ত না হন।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আমার বার্তা/মো. আরিফ হোসেন/এমই