কুড়িগ্রামে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০:৪০ | অনলাইন সংস্করণ
রবিউল আলম, নাগেশ্বরী প্রতিনিধি(মাল্টিমিডিয়া) :

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টায় কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাপলা চত্ত্বরে আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে কুড়িগ্রাম শহর শাখা জামায়াতে ইসলামীর আমীর, আব্দুস সবুর খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি,অধ্যক্ষ শাহাজালাল সবুজ,জেলা মজলিসের সুরা ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার,কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে জুলাইয়ের সৃতিচারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রোগ্রামে উপস্থিত বক্তারা জুলাই গন অভ্যুত্থানে জড়িত দোষরদের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার কার্যকর এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।