গাজীপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে পৃথক আরও দুটি হত্যা মামলা হয়েছে। দুটি মামলাতেই অজ্ঞাতপরিচয়সহ আসামি করা হয়েছে ৪০০ জন করে।

সোমবার (৩০ জুন) রাতে এসব মামলা হয়। আন্দোলনে নিহত একজনের ভাই ও অন্যজনের বন্ধু এ মামলা করেন।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে হাফিজুল ইসলাম গাজী (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক ছাত্র-জনতা আহত হন। সেখানে হাফিজুল ইসলাম গাজী গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট মারা যান তিনি।

এ ঘটনায় সোমবার (৩০ জুন) রাতে নিহতের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিসহ মোট ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে একইদিনে (৪ আগস্ট) উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ৫ আগস্ট নিহতের পরিবার মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা পারভীন বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যার কারণে দীর্ঘদিন এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি।

এই ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে সোমবার (৩০ জুন) রাতে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈর নিহত দুইজনের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।

 


আমার বার্তা/জেএইচ