গজারিয়ায় গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে দুর্ঘটনাজনিত কারণে গরু মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত গরু মালিকদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (২৫ মে) বিকাল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গরু ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি বলেন, “বিপদকালীন সময়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরে আমরা ভালো অনুভব করছি। যদিও আপনারা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবুও প্রাথমিক সহায়তা হিসেবে আমরা আপনাদের পাশে আছি।”

তিনি আরও জানান, বর্তমান সরকার কৃষি ও পশুপালন নির্ভর জনগোষ্ঠীর পাশে থেকে সব সময় সহানুভূতিশীল ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি যুব সমাজকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।

গ্রামবাসীর অনুরোধে জেলা প্রশাসক ভাটি বলাকী গ্রামের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করতে নদীর সংলগ্ন এলাকায় একটি নতুন জেটি নির্মাণে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যায়ক্রমে আরও অনুদান দেওয়ার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই