লংগদুতে ৪র্থ ধাপে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশ : ১৯ মে ২০২৫, ২২:০৭ | অনলাইন সংস্করণ
রিয়াজ আহম্মদ ,লংগদু প্রতিনিধি (মাল্টিমিডিয়া) :

রাংগামাটি লংগদুতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ৪র্থ ধাপ (২০২৪-২০২৫ অর্থ বছর) উদ্বোধন করেছেন লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
১৯মে (সোমবার) ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আনসার ও ভিডিপি লংগদু উপজেলা কার্যালয় কতৃক আয়োজিত ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৪র্থ ধাপে ৩২জন পুরুষ ও ৩২জন মহিলা প্রশিক্ষণার্থী নিয়ে ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান আয়েজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনাব কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা,অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মনজুর আলম মোরশেদ।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে লংগদু উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান ও উপজেলা কোম্পানি কমান্ডার মো এমদাদুল হক সহ ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী।
উল্লেখ্য, এ ধরনের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মপ্রত্যয়ী করে তুলতে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।