রৌমারী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ গঠন
প্রকাশ : ০৩ মে ২০২৫, ২০:১৪ | অনলাইন সংস্করণ
ইউনুস আলী(মাল্টিমিডিয়া প্রতিনিধি)রৌমারীঃ

প্রাথমিক শিক্ষার গণগত মানোন্নায়ন শিক্ষকগণের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, আর্থিক ও মানবিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ-২০২৫ গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ মে) বেলা ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা হলরুমে শিক্ষকদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. তওহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মো. রাশেদুল ইসলাম বাবুল, শিক্ষক মো. আহসান হাবিব সাদা, মো. জহুরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. তারা মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. আবু তালেব, মোছা. আনোয়ারা বেগম, মোছা. ফাতেমা খাতুন, আব্দুল মোত্তালেব ও মো. রফিকুল ইসলাম লিচু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্ললনা করেন হারুনর রশিদ তুহিন।
পরে আলোচনা সভা শেষে পরিচালনা পর্ষদ-২০২৫ কমিটি গঠন করা হয়। সভায় সবার সম্মতিক্রমে মো. আহসান হাবিব সাদা সভাপতি, মো. হারুনর রশিদ তুহিন সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম লিচুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও অন্যান্য পদ সহ প্রায় তিন শতাধিক শিক্ষক কার্যকরি ও সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।