মেহেরপুরে ভবনের ছাদ ধসে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৫:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভবনের ছাদ ধসে আমজাদ হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ১১টার দিকে গাংনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আমজাদ জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন জানান, ভবনটি সাবেক উপজেলা চেয়ারম্যান দাউন হোসেনের মালিকানাধীন। পুরানো ভবনটির পরিত্যক্ত একটি কক্ষে আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন থাকতেন। আমজাদ হোসেন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই