গজারিয়ায় ডালিম হত্যা মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে আলোচনা সভা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে গলা কেটে ডালিম হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করে  হত্যা কান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে  এলাকাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ডালিম হত্যা মামলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও এলাকাবাসীদের উদ্যোগে বাউশিয়া বাজার   শামীম এন্টারপ্রাইজ প্রাঙ্গনে একাধিক গ্রামবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় ডালিম হত্যা মামলায় গ্রেপ্তার ২ নং আসামি রাব্বিকে রিমান্ড না  চাওয়া রহস্যজনক মনে করেন এলাকাবাসী। হত্যাকাণ্ডে জড়িত এবং হত্যাকারীর মোবাইল ব্যবহারকারী গ্রেফতার হওয়ার পরেও মামলা ত্বরান্বিত হচ্ছে না  বলে অভিযোগ গ্রামবাসী ও জালিম হত্যা মামলা পরিচালনা কমিটির সদস্যদের। গ্রামবাসীর দাবি দ্রুত সময়ে জড়িত আসামীদের গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে শাস্তি নিশ্চিত করা। এই প্রক্রিয়া ধীরগতিতে চলমান থাকলে পোড়াচক গ্রামবাসী সহ একাধিক গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল স্তরের মানুষ পর্যায়ক্রমে নানামুখী কর্মসূচি  ঘোষণা করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান,আব্দুল মান্নান দেওয়ান( মনা),ফরিদ দেওয়ান,আল আমিন দেওয়ান,মুছা সরকার, মোছলেম উদ্দিন, ইউপি সদস্য ডালিম প্রধান, আব্দুল মালেক প্রধান, ইউপি সদস্য হাকিম আলী দেওয়ান,নওশেদ সরকার, মোঃ খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য তাবারক, ইঞ্জিনিয়ার হাসান জাহাঙ্গীর,শহীদুল্লাহ দেওয়ান  প্রমুখ ।