সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজবুল (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাতের কোনো একসময় রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতের কোনো একসময় বিএসএফের গুলিতে রজবুল নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। নিহত রাখাল ওই গ্রামের সেলিমের ছেলে।
বিজিবি ১৬-এর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এবি/ওজি