বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর এলাকায় খুলনা থেকে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৫) ও ফারুক খানের ছেলে রাব্বি খান (২৫)। এ সময় ফয়সাল হোসেন (২৮) ও রনি (২৫) নামের দুই জন গুরুতর আহত হন। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে অবস্থার অবনিত হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক বাবুল আক্তার জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এবি/ওজি