বগুড়ায় গাড়ি ভাঙচুর, আটক ২

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বগুড়ায় বিএনপির ডাকে হরতালে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, আজ সকালে বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শেরপুর সড়ক ধরে সিটি স্কুলে সামনে পৌঁছে সমাবেশের আয়োজন করে। এসময় ওই সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় হরতাল সমর্থকেরা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ হরতাল সমর্থকদের ধাওয়া করে মন্তেজার ও জাহিদ নামের বিএনপির দুই কর্মীকে আটক করে। এসময় পুলিশ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, গাড়ি ভাঙচুরের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহর ছাড়াও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ