বেনাপোলে ২১ ককটেল উদ্ধার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৩:০১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

বেনাপোলের ভবারবেড় গ্রামে একটি পুকুরের পাশে ঝোপের মধ্য থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে র্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন তথ্য পেয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট এলাকার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে বালতি ভর্তি ২১টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে এসব ককটেল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাখা হয়েছিল। ককটেল মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উদ্ধার করা ককটেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ