উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ত্রয়োদশ দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য শংকর সাওজাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদীচী শল্পীগোষ্ঠীর পিরোজপুর জেলা শাখার আহবায়ক মো. খালিদ আবু এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ- সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাসমুন্সী, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তপন কুমার বসু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সত্যজিৎ দাস তঙ্কু প্রমুখ। 

এসময় সংগঠনের জেলা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী সদস্যরা উপস্থিত ছিলেন।

এবি/ জেডআর