আখাউড়ায় বেশি দামে আলু-পিঁয়াজ বিক্রি

৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পিঁয়াজ ও আলু বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশের সহযোগিতায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলু, পিঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয়া হলেও  গত কয়েক দিন ধরে বাজারে আলু সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছিল ব্যবসায়ীরা। অভিযানে এর  সত্যতা পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে সতর্ক করাসহ ৭  হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এবি/ জেডআর