বাংলাদেশ পুলিশের আইজিপি’র পুরস্কার পেলেন রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার পেলেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।

গত রোববার সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স মিলনায়তনে এ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

সে সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

এ পুরস্কার পাওয়ায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেই এই ধরনের পুরস্কার নিশ্চয় রাজবাড়ী সদর থানা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক ১টি ওয়ান শুটার গান, ১টি পিতলের তৈরি কার্তুজের পিছনের অংশ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লক্ষীকোল কালিবাড়ী এলাকা থেকে ১ জন গ্রেফতার করার ঘটনায় এ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এবি/ জেডআর