ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলা জেলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা উন্নয়ন সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মূসা,  জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল, পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

সভায় জেলার নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদীকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ রাখতে নদীতে ময়লা না ফেলা ও নিয়মিত পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেয়াসহ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির কথা বলা হয়। একই সাথে সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এবি/ জেডআর