ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর ওয়ারী এলাকার পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তারা হলেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলম, কর্মচারী ইউনুস, সৌরভ, মেহেদী, মোস্তফা, কামরুল, জসিম ও আবির।

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ বলেন, রাত সাড়ে ১০টার দিকে তৃতীয় তলায় হোটেলের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। এরপরই তাদের উদ্ধার করে হাসপাতাল আনা হয়। 


আমার বার্তা/জেইচ