মিরপুরে মেট্রোরেলে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর মিরপুরে মেট্রোরেল লাইনের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মাঝামাঝি অংশে ট্র্যাকের ওপর দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে এমআরটি কর্মীরা বিস্ফোরক সদৃশ বস্তু দুটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে অপসারণ করে।

এমআরটি পুলিশের তদন্ত কর্মকর্তা সোহেল চৌধুরী জানান, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক লাইনে জর্দার কৌটার ভেতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেল দুটি রাখা ছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় লাইনের কোনো ধরনের ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাস্থলের ওই অংশে মেট্রোরেলের নিজস্ব সিসিটিভি ক্যামেরা নেই। তাই আশপাশের ভবন, দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। প্রাথমিকভাবে কে বা কারা এই ককটেল রেখে গেছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন তিনি।

মেট্রোরেল ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে অতিরিক্ত নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।