যাত্রাবাড়ীতে চোর সন্দেহে মারধরের শিকার কিশোর মারা গেছে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে চোর সন্দেহে মারধরের শিকার ১৫ বছর বয়সী কিশোর বাপ্পি মারা গেছে। মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে তাকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যায় নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা বাপ্পিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।
বাপ্পি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মো. শাহজাহানের ছেলে। তার বড় ভাই মো. পারভেজ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে একই এলাকার কয়েকজন—কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব—বাপ্পিকে ধরে মীরহাজীরবাগের একটি বাসার ‘ক্লাব ঘরে’ আটকে রেখে রাতভর মারধর করে। বুধবার সকালে চুরির মালামাল বের করার কথা বলে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়, কিন্তু কিছু না পেয়ে আবারও তাকে নিয়ে যায় এবং মারধর চলতে থাকে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাপ্পিকে রাস্তায় ফেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে নির্যাতনের ফলে বাপ্পি মারা গেছে। বাপ্পির মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে ফৌজিয়া রওশন আক্তার প্রীতিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৫-৬ জনকে ধরার চেষ্টা চলছে।
আমার বার্তা/জেএইচ
