ফার্মগেটে শিক্ষার্থীদের দাবির মুখে রিকশা ও ভাসমান দোকান সরালো পুলিশ
ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ফার্মগেট এলাকা থেকে অটোরিকশাসহ সব ধরনের ভাসমান দোকান সরিয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাস্তায় থাকা রিকশা ও ভাসমান দোকান সরানোর অভিযান শুরু করে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, সরকারি বিজ্ঞান কলেজ ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় থাকা অটোরিকশা সরিয়ে দেয়। পাশাপাশি ফুটপাতে থাকা ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়। শিক্ষার্থীরাও এ কাজে সহযোগিতা করেন।
এর আগে দুপুরের দিকে ফার্মগেট মোড়ে প্রায় আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছিল। ১২টা থেকে আধা ঘণ্টার মতো রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি- সড়কে স্পিডব্রেকার বসাতে হবে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে। সড়কের আশপাশের ফুটপাত দখলমুক্ত করতে হবে। ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পরে সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে ট্রাকচাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবারও তারা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন।