জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ডিসি তানভীরসহ ১০ পুলিশ সদস্য আহত
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:২৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে ''জুলাই যোদ্ধা" ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কয়েকশো ব্যক্তির ইট পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাত সহ ২৫ টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কিছু সংশোধনের দাবিতে এই সনদ এই অনুষ্ঠান বয়কট করে এনসিপি সহ পাঁচটি রাজনৈতিক দল।
এদিকে অনুষ্ঠান বাতিলের দাবিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় "জুলাই যোদ্ধা" ব্যানারে বিক্ষোভ ও স্লোগান দিয়ে কয়েকশে বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। তারা সংসদ ভবন এলাকার কয়েকটি প্যান্ডেল এবং সেখানকার আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। পুলিশ এসময় যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং তাদের খুব সতর্কতার সাথে সরিয়ে দিতে সক্ষম হয়।দুপুরে পুলিশের দিকে তাদের এগিয়ে আসতে দেখা যায় এবং পুলিশের প্রতি তারা মারমুখী আচরণ শুরু করেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের কিছু গাড়ি ও ভাঙচুর করেন।
দুপুর ২ টার দিকে জুলাই ‘যোদ্ধা ব্যানারে’র ব্যক্তিরা পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন । তাদের ছোড়া ইটের আঘাতে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট,দক্ষিণ এর ডিসি এম, তানভীর আহমেদ পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে জাতীয় সংসদ সচিবালয়ের চিকিৎসা কেন্দ্রে জরুরিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাকি আহত পুলিশ সদস্যদেরও চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
আমার বার্তা/এমই