সমাজসেবক কাজী মোহাম্মদ আবুল কাশেমের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ বুধবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া নিবাসী ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোহাম্মদ আবুল কাশেম'র ২৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৮ সালে এই দিনে না ফেরার দেশে চলে যান।
মরহুম কাজী আবুল কাশেম দেশের বিশিষ্ট ব্যবসায়ী জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট ও ক্রীড়া সংগঠক কাজী জসিমুল ইসলাম (বাপ্পি)র বাবা। মরহুম আবুল কাশেম জীবদ্দশায় সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুরে তার স্ত্রীর নামে ' কাজী জোহরা কাশেম প্রাথমিক বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন ।
সেই বিদ্যালয়ে বর্তমানে তিন শ'র অধিক ছাত্র-ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে । এছাড়াও তার সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় অনেক স্কুল মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয় সহ বহু সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
এ উপলক্ষে ঢাকাস্থ কাজী ভবনে দোয়া, মিলাদ ও দরিদ্রদের মাঝে তোবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
এই দিনটিকে পরিবারসহ তার ভক্ত অনুরাগীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আমার বার্তা/এমই