রাজধানীতে ৩ খাতের শিল্প নিয়ে বিসিআই এর দুই দিনের মেলা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতি ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় দুই দিনের মেলা আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই।

আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তেজগাঁওয়ের বিসিআই কার্যালয় ভবনে এ মেলা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ মেলার নাম দেওয়া হয়েছে ‘অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার, ২০২৫ – রোড টু মেড ইন বাংলাদেশ’।

এ মেলায় তিন খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি এসএমই খাত, বিটাক, বুয়েট মোবাইল ক্লাব, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ব্যাংকের বুথ মিলিয়ে মোট স্টলের সংখ্যা দাঁড়াবে ৩৮।

মেলার উদ্দেশ্য তুলে ধরে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “শিল্প খাতের সমস্যাসমূহ বিশেষ করে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং শিল্পের সমস্যাসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে তুলে ধরা ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য এই মেলা ভূমিকা রাখবে।”

দেশে গড়ে ২৬ বছর বয়সী ৮ কোটি যুবা রয়েছে জানিয়ে তিনি বলেন, “এই জনগোষ্ঠীর কর্মসংস্থানে উৎপাদন খাতের বিকাশ জরুরি। উৎপাদন খাতের সঙ্গে যুব সমাজকে আরও সম্পৃক্ত করবে এই মেলা। এছাড়াও মেলায় অংশ নেওয়া শিল্প খাতের উদ্যোক্তারা পরস্পরের চাহিদা ও সক্ষমতা জানতে পারবে।”

এই মেলার উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আমার বার্তা/এল/এমই