উত্তরায় কাশবন থেকে তরুণীর অর্ধিগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর উত্তরায় ১৭ নম্বর সেক্টরে কাশবনের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ওই তরুণীর বয়স ২০-২২ বছর। তার পরনে লাল ও কালো রঙের জামা ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে।

আমার বার্তা/এল/এমই